বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি জনগণের সরকারে আসলে কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। বিএনপি ইসলামী মূল্যবোধ, নীতি, রীতি ও সংস্কৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। একই সঙ্গে অন্যান্য ধর্মের মানুষের ধর্মকর্মের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারও বিএনপি সম্মান করে ও রক্ষা করে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ধারা ইউনিয়নের আলেম-ওলামা, মাশায়েখ ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, তবে ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষা এবং পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের সূচনায় “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সংযোজন করেছিলেন এবং “ধর্মনিরপেক্ষতা” শব্দের পরিবর্তে “ধর্মীয় মূল্যবোধ ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস”...