জনপ্রশাসনের কাঠামোয় আসছে বড় ধরনের পরিবর্তন। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর পদবি পরিবর্তনসহ প্রশাসন সংস্কার কমিশনের ১০টি গুরুত্বপূর্ণ সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গত জুলাই মাসে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এসব সুপারিশ কার্যকর হলে আমূল পরিবর্তন আসবে দেশের প্রশাসনিক কাঠামোয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী গঠন করা হচ্ছে ‘সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস)’, যা হবে উচ্চ পর্যায়ের নির্বাহী সেবা কাঠামো। বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই নতুন কাঠামোয় যোগ দিতে পারবেন। এসইএসের আওতায় থাকবে উপসচিব থেকে সচিব পর্যন্ত সব পদ। একজন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের কাজ...