ভারতের কানপুরে ভারত ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে অস্ট্রেলিয়া ‘এ’ দলের চারজন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অসুস্থতার সঙ্গে হোটেলে খাওয়া খাবারের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, অসুস্থ হয়ে পড়াদের মধ্যে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক জ্যাক এডওয়ার্ডও রয়েছেন। সবচেয়ে বেশি ভুগেছেন পেস বোলার হেনরি থরন্টন। অবস্থার অবনতি হওয়ায় তাকে কানপুরের রিজেন্সি হাসপাতালে ভর্তি করা হয়। বাকি তিন খেলোয়াড়কে পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আর থরন্টনকে দুই দিন হাসপাতালে থাকতে হয়। দলের অভ্যন্তরীণ সূত্রে জানানো হয়েছে, অসুস্থতার কারণ হোটেলে খাওয়া খাবারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা টিম ম্যানেজমেন্ট কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, খেলোয়াড়দের খাবারের মান নিয়ে কোনো সমস্যা নেই, বরং...