বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগেরদিনও আজ (রোববার) প্রার্থিতা প্রত্যাহার করেছেন আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। তিনি জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ঢাকা বিভাগের পরিচালক পদে মনোনয়ন নিয়েছিলেন। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন রেদুয়ান। পুরো বিষয়কে তিনি অভিহিত করেছেন এভাবে, ‘সুকৌশলে এমন কাজ করছে, যা রাতের ভোটকেও (নির্বাচন) হার মানিয়েছে।’ রেদুয়ান ছাড়াও ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে প্রার্থিতা করছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম। তিনি সরে দাঁড়ানোয় কার্যত পরিচালক পদের দুটি কোটায় নির্বাচিত হয়েছেন বুলবুল-ফাহিম। আগামীকালের (সোমবার) নির্বাচনে অবশ্য তিনজনেরই নাম থাকবে। কেবল রেদুয়ানই নন, নির্ধারিত সময়ের পর মনোনয়ন প্রত্যাহার করায় চারজনের নামই নির্বাচনের ব্যালটে থাকছে। আজ নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন রেদুয়ান। আওয়ামী লীগের আমলে কথিত ‘রাতের ভোট’কেও এবারের বিসিবি নির্বাচন হারিয়ে দিয়েছে বলে...