নিয়োগ বিধিমালা সংশোধন.১৪তম গ্রেডে পদায়নসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে নড়াইল জেলার স্বাস্থ্য সহকারীরা। রবিবার দ্বিতীয় দিনের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার তিনটি উপজেলা শহরে কর্মরত স্বাস্থ্য সহকারীরা এ কর্মসূচি পালন করছে। নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করছে সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ স্বাস্থ্য সহকারী সমিতির নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে কর্মবিরতি চলাকালে তাদের দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ স্বাস্থ্য সহকারী সমিতি নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি মুর্শিদা আক্তার, সহ-সভাপতি সুব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক সুজিত কুমার, সাংগঠনিক সম্পাদক নওশের আলী, অর্থ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান সহ অনেকে। বক্তারা আরও জানান, সরকারের পক্ষ থেকে যদি দাবি আদায়ে কোনো উদ্যোগ নেয়া না হয় তাহলে আগামী...