রোববার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত পরিপত্র জারি করা হয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রবিধি শাখা থেকে এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা ১,০০০ (এক হাজার) টাকা থেকে বৃদ্ধি করে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা নির্ধারণ করা হয়েছে। এ ভাতা প্রদান নিম্নোক্ত শর্তাবলির অধীনে কার্যকর হবে। এতে বলা হয়, এ ভাতা প্রদানের ক্ষেত্রে সকল প্রকার আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে এ-সংক্রান্ত ব্যয়ে কোনো প্রকার অনিয়ম পরিলক্ষিত হলে, বিল...