সম্প্রতি ফুটস্টেপস বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় তাদের #চলোখালবাঁচাই উদ্যোগের মাধ্যমে হাজারিবাগ বট তলা মাজারে খাল পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। খাল পরিচ্ছন্নতা অভিযানটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় সম্পন্ন হয়েছে। ফুটস্টেপস, পরিচ্ছন্নতা কর্মী, স্বেচ্ছাসেবকেরা এবং স্থানীয় মানুষ একত্রিত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় এই খাল পুনরুদ্ধারের জন্য কাজ করেছে। স্বেচ্ছাসেবকরা স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তা এবং কার্যক্রমের লজিস্টিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রায় এক দশক ধরেই হাজারিবাগ বটতলা মাজারের খাল বাসাবাড়ির বর্জ্য, প্লাস্টিক ও আবর্জনায় ভরা, যা বর্ষার সময় বন্যা বাড়ায় এবং মশার প্রজননস্থল হিসেবে স্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করে আসছে । ১২ দিনের কার্যক্রমে খাল থেকে ৩৫ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে, যা খালের জলপ্রবাহ পুনরুদ্ধার এবং আশেপাশের এলাকার...