দ্বিতীয় স্ত্রীকে হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে তৃতীয় স্ত্রীকে হত্যা ও লাশ গুমের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম ওই রায় দেন বলে জানান বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান। দণ্ডিত সোহরাব হোসেন আকন (৪৭) মুলাদী উপজেলার তয়কা গ্রামের লাল মিয়া আকনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি। বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, এর আগে ২০০৯ সালে যৌতুকের দাবিতে দ্বিতীয় স্ত্রী ও অন্তঃস্বত্তা মিলি বেগমকে হত্যার পর লঞ্চ থেকে লাশ মেঘনা নদীতে ফেলে দিয়েছিলেন সোহরাব হোসেন। সেই হত্যা মামলায় বরিশালের একটি আদালত তাকে ফাঁসির রায় দিয়েছিল। পরে রায়ের বিরুদ্ধে আপিল করলে উচ্চ আদালতের বিচারক ফাঁসির রায়ের পরিবর্তে যাবজ্জীবন দণ্ড দেন। এর মধ্যে...