লন্ডন থেকে কাল সকালে ঢাকায় পা রাখবেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার প্রাণভ্রমরা হামজা চৌধুরী। যার কাছে কোচের অনেক অনেক চাওয়া। সহজাত হোল্ডিং মিডফিল্ডার হিসেবে তিনি রক্ষণ সামলাবেন। আবার ওপরে উঠে তাকে আক্রমণেও সহায়তা করতে হবে। ঢাকা আসার আগের দিন বিকেলে হামজাকে ঘিড়ে প্রত্যাশার ডালি সাজিয়ে বসেছিলেন কাবরেরা। কোচের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন ইংলিশ তারকা, সেটা ৯ অক্টোবর হংকং, চায়নার বিপক্ষেই বোঝা যাবে। জাতীয় স্টেডিয়ামে ১০ জুন শেষবার লাল-সবুজ জার্সিতে দেখা গিয়েছিল হামজাকে। সেদিন বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে পারেনি। এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার জন্য ৯ অক্টোবর হংকং, চায়নাকে ঘরের মাঠে হারানো অপরিহার্য। কোচ কাবরেরা বলেন, "আমরা সবার কাছেই সেরা পারফরম্যান্স আশা করি। হামজা ও শমিতের কাছেও মূল প্রত্যাশা একই।" হামজা ঢাকায় এসে তিনটি অনুশীলন সেশন দলের সঙ্গে করবে, শমিত...