জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এমন গুরুত্বপূর্ণ সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগে পূর্ণ সচিবের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো প্রশাসনের কেন্দ্রবিন্দুতে প্রায় দুই সপ্তাহ ধরে পূর্ণ সচিব না থাকাটা সরকারের দূরদর্শিতার ঘাটতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে জাতীয় নির্বাচন যখন ঘনিয়ে আসছে, ঠিক সেই সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল দপ্তরে দুই সপ্তাহ ধরে পূর্ণ সচিব না থাকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে এমন পরিস্থিতি তৈরি হওয়া অত্যন্ত হতাশাজনক এবং এটি প্রসাশনিক ব্যবস্থাপনার দুর্বলতাকেই নির্দেশ করে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। সেদিনই তিনি বিদায় নেন। তার বিদায়ের...