পাওনা অর্থ ও শেয়ার পেতে মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে বলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রোববার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি দিয়ে এই আবেদন করতে বলেছে ডিএসই। এতে বলা হয়েছে, মশিউর সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন ও ডিপি এর আগে স্থগিত করা হয়েছে। তাই কোম্পানির গ্রাহকরা তাদের বিও অ্যাকাউন্টে রক্ষিত বিদ্যমান শেয়ার অন্য কোনো ট্রেকহোল্ডার কোম্পানিতে খোলা লিংক বিও হিসাবে নির্ধারিত ফরম (সিডিবিএল ফরম-১৬) পূরণ সাপেক্ষে স্থানান্তরের জন্য আবেদন করতে হবে। আরও পড়ুনব্রোকারেজ হাউজের প্রতারণা, কোটি টাকা হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীরা এছাড়া সিকিউরিটিজ...