০৫ অক্টোবর ২০২৫, ০৭:১৪ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:১৪ পিএম রোহিত শর্মার জায়গায় ভারতের নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। ভারতের ওয়ানডের অধিনায়ক হয়েই বিশ্বকাপ জয়ের লক্ষ্য স্থির করেছেন এই ব্যাটার। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ জিততে চান তিনি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে রোহিতকে সরিয়ে গতকালই গিলের কাঁধে ৫০ ওভার ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গিলকে অধিনায়ক করার ব্যাপারে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, ‘দুই বছর পর ওয়ানডে বিশ্বকাপ হবে। ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আমাদের বড় পরিকল্পনা আছে। তাই রোহিতকে সরানোর এটাও একটি কারণ। এখন ওয়ানডে ক্রিকেট খুব বেশি হচ্ছে না। তাই গিলকে এখনই দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে সে দল গুছিয়ে নিতে পারে।’ টেস্টের পর ওয়ানডের অধিনায়ক...