দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে মামাবাড়িতে বেড়াতে এসে মদ্যপানের পর মৃত্যুর ঘটনা ঘটেছে নন্দিনী সরকার (১৮) নামে এক মেডিকেল ছাত্রীর। গত শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নন্দিনী সরকার মানিকগঞ্জ জেলার গিলান্দ গ্রামের অনিল চন্দ্র সরকারের মেয়ে এবং ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নন্দিনীর চাচা গণেশ চন্দ্র সরকার জানান, “প্রতিবছর পূজায় ভাতিজিসহ আমরা সবাই ঝিনাইদহের শৈলকুপার ভান্ডারিয়া গ্রামে আসি। এবারও সপ্তমীর দিন এসেছিলাম। বিজয়া দশমীর বিকেলে নন্দিনী তার বান্ধবীদের সঙ্গে প্রতিমা বিসর্জনে যায়। সেখানে মদ পান করে। রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হলে বাড়িতে আনা হয়। কিন্তু শনিবার রাতে আবারও অসুস্থ হয়ে পড়লে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজে...