কক্সবাজারের যুবক হারুনুর রশিদের (৩৪) দাবি, তার মস্তিষ্কে ক্ষুদ্র ইলেকট্রনিক ডিভাইস বসিয়ে ‘হ্যাক’ করা হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি এবং সরকারসহ গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। হারুনুর কুতুবদিয়া উপজেলার আলী আকবার ডেইল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সিকদারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রোববার (৫ অক্টোবর) ঢাকা রিপোর্টর্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। হারুনুর বলেন, কয়েক বছর আগে শ্বশুরবাড়িতে থাকার সময় বিদেশি এক ‘ব্রেন হ্যাকার’ চক্র দেশীয় সহযোগীদের সহায়তায় তাকে অজান্তে ইনজেকশন পুশ করে মাথায় ক্ষুদ্র ইলেকট্রনিক ডিভাইস বা নিউরো-চিপ বসিয়ে দেয়। পরে অচেতন অবস্থা থেকে জেগে ওঠার পর তিনি মাথায় ব্যথা ও হালকা রক্তপিণ্ডের মতো কিছু লক্ষ্য করেন। এ যুবকের দাবি, এরপর থেকেই তিনি অচেনা কণ্ঠের ‘গায়েবি আওয়াজ’ শুনতে পান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে গেলে এলোমেলো হয়ে যায় এবং ব্যবহৃত...