চট্টগ্রাম:জঙ্গল সলিমপুরে এখন টিভির ব্যুরো প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক এর আহ্বায়ক হোসাইন জিয়াদ, ক্যামেরাপারসন মো. পারভেজ রহমান ও গাড়িচালক মাহাবুব আলমের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)। রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।এ সময় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন নেতারা। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা ছাড়া কিছুই নয়।এ সময় সাংবাদিকরা ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। নেতারা আরও বলেন, এর আগেও বেশ কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনার সময় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকরা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এ ধরনের ঘটনা চলমান থাকলে গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব...