নারী ওয়ানডে বিশ্বকাপে আজ মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান লড়াই। টসের সময় হ্যান্ডশেক করেননি দুই দলের অধিনায়ক। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক। দুই দলের লড়াইয়ের মাঝেই হঠাৎ নতুন শত্রু হাজির! মশার উৎপাতে খেলা বন্ধ করে স্প্রেও ছিটানো হলো। কলম্বোর প্রেমাদাসায় এমন ঘটনাই দেখা গেছে ভারতের ব্যাটিংয়ের সময়। ম্যাচের ২৯ ওভারের সময় ঝাঁকে ঝাঁকে মশা ঘিরে ধরে ক্রিজের আশপাশে থাকা ক্রিকেটারদের। স্ট্রাইকে থাকা জেমিমাহ রদ্রিগেজ কিংবা হার্লিন দেওল দুজনেই নাজেহাল হচ্ছিলেন। বাদ ছিলেন না পাকিস্তানের হয়ে বোলিং প্রান্তে থাকা ক্রিকেটারসহ বাকিরাও। পরে আনা হয় মশার স্প্রে। খেলা বন্ধ ছিল মিনিট কয়েক।...