খুলনার দিঘলিয়া উপজেলা আনসার প্রশিক্ষক মো. মিলন মিয়ার বিরুদ্ধে দুই নারী সদস্যকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। প্রস্তাবে রাজি না হওয়ায় নেশাখোর অপবাদ দিয়ে তাদের দুর্গাপূজার দায়িত্ব থেকে বাদ দেওয়ার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় উপজেলা আনসার কমান্ডার বরাবর ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।আরো পড়ুন:কুমিল্লায় চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, আটক ১দুর্গাপূজার ছুটিতে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন দিঘলিয়া উপজেলা আনসার প্রশিক্ষক মিলন মিয়া। তিনি জানান, দুর্গপূজার দায়িত্বে না দেওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অভিযোগ দেওয়া হয়েছে। প্রথম অভিযোগকারী নারীর দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে বিভিন্ন সময় ফোনে বা দেখা হলে অনৈতিক প্রস্তাব দেন উপজেলা আনসার প্রশিক্ষণ কর্মকর্তা মিলন। এমনকি তার...