সোমবার গণমাধ্যমের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (০৫ অক্টোবর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসবে সংস্থাটি। দুই দফায় ৪০ জনের মতো গণমাধ্যম প্রতিনিধিদের সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর নারী...