আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর গ্রামের যুবক দুলু মিয়া জানান, দুই দিন ধরে টানা বৃষ্টির মধ্যেই হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যেই এলাকার টিনশেড, আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি ভেঙে হয়ে পড়ে। উপড়ে যায় অনেক গাছপালা। গাছের ডাল ও উড়ে আসা টিনের আঘাতে দুজন আহত হন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত...