জাপানের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো। দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) শনিবার সানায়ে তাকাইচিকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। তাকাইচিই কার্যত জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। প্রথমবারের মতো দেশটি পাচ্ছে নারী প্রধানমন্ত্রী। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ৬৪ বছর বয়সী তাকাইচি দলের পার্লামেন্ট সদস্য ও বর্তমান সদস্যদের ৩৪১ ভোটের মধ্যে ১৮৫টি পেয়েছেন। ভোটের লড়াই শেষ পর্যন্ত রানঅফে গড়ায়। তাকাইচির প্রতিদ্বন্দ্বী ছিলেন ৪৪ বছর বয়সী শিনজিরো কোইজুমি। তিনি জিতলে জাপানের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হতেন। বিজয়ের পর তাকাইচি বলেন, ‘শুধু উদযাপন করলেই চলবে না, আসল চ্যালেঞ্জ এখন শুরু। সামনে পাহাড়সম কাজ অপেক্ষা করছে, সবার সহযোগিতা নিয়েই তা মোকাবিলা করতে হবে। আমি চেষ্টা করব এলডিপিকে এমন একটি ইতিবাচক দলে রূপ দিতে, যে দলটি মানুষের দুশ্চিন্তা দূর করে আশাবাদ তৈরি করবে।’...