০৫ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পিএম কুমিল্লার লালমাইয়ে চাকরিতে ১৪তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেওয়াসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন উপজেলা স্বাস্থ্য সহকারীরা। রোববার (৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগের সামনে এ কর্মসূচি পালিত হয়। গত ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলছে দেশব্যাপী। এসময় তারা টীকা কেন্দ্রে না গিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের সামনে অবস্থান নেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন লালমাই উপজেলার সভাপতি অজয় কুমার সিংহ, সহ-সভাপতি উজ্জ্বল সিংহ, সহ-সভাপতি সোহানুর রহমান, সেক্রেটারি এহসান ফখরুদ্দিন, সাংগঠনকি সম্পাদক লোকমান হোসেনসহ উপজেলার ১৯জন স্বাস্থ্য সহকারী। কর্মবিরতিতে পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেডে নিশ্চিত করা, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন...