০৫ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম আগের দিন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাদমান ইসলাম। পরের দিন বিস্ফোরক সেঞ্চুরিতে তাকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশ টেস্ট দলের আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। তার রেকর্ড সেঞ্চুরিতে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে বড় জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। সিলেটে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে রোববার চট্টগ্রাম ৯৯ রানে হারিয়েছে সিলেট বিভাগকে। ৬৩ বলে ১১০ রানের নান্দনিক ইনিংস খেলেন জয়। এনসিএল টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান। তার ব্যাটে ভর করেই ৬ উইকেটে ২১৪ রানের বিশাল সংগ্রহ গড়ে চট্টগ্রাম। জবাবে স্রেফ ১১৫ রানে গুটিয়ে যায় সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ ভালভাবে কাজে লাগিয়েছে চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে ৪০ বলে ৬৩ রান যোগ করেন দুই ওপেনার জয় ও মোমিনুল হক। ১টি চার ও...