
‘পাটনা শুক্লা’ সিনেমার শুটিং সেটে হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে পরিচয় হয় আরবাজ খানের। পরিচয়ের ৯ মাসের মাথায় তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এর আগে ১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ। তাদের সংসারে জন্ম নেয় পুত্র আরহান খান। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালের মে মাসে, যখন মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালত তাদের বিচ্ছেদ অনুমোদন করে।শুরা খানেরও এটি দ্বিতীয় বিয়ে। তবে আরবাজ-শুরা দম্পতির জন্য এই কন্যাসন্তান প্রথম সন্তান। বলিউড পরিবার খান ব্রাদার্সের ঘরে নতুন অতিথি আসায় ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা। সালমান খান, সোহেল খান ও তাদের পরিবারের সদস্যরাও জানিয়েছেন—এটি ‘নতুন সূচনার সবচেয়ে...