নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত নর্দার্ন ইন্স্যুরেন্স লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, সোমবার (০৬ সেপ্টেম্বর) থেকে কোম্পানির শেয়ার নতুন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। নর্দার্ন ইন্স্যুরেন্স ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের প্রদান করেছে। নিয়ম অনুযায়ী, ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলো উন্নত ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়। এ কারণে কোম্পানির অবস্থান ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এর আগে ২৮ সেপ্টেম্বর কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছিল। কারণ, তখন নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হয়েছিল...