এখতিয়ার বহির্ভূত ও শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমের জন্য ব্যাখ্যা চেয়ে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের (সিসিএইচএসটি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আখতারুজ্জামানকে তলব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৮ সেপ্টেম্বর যুগ্ম সচিব শারাবান তাহুরা স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট্রের গত ৭ জুলাইয়ের ১৮৪ নম্বর স্মারকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হওয়া কর্মকর্তাদের ট্রাস্টে পদায়ন সংক্রান্ত অফিস আদেশ পর্যালোচনায় দেখা যায়, আপনি ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি উপপরিচালককে পরিচালক (পরিকল্পনা ও মনিটরিং) পদে, সহকারী পরিচালককে পরিচালক (মাঠ প্রশাসন) পদে এবং মেডিকেল অফিসারকে পরিচালক (প্রশিক্ষণ) পদে পদায়ন করেছেন; এবং পরবর্তীতে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট্রের গত ৮ জুলাইয়ের ১৮৯ নম্বর অফিস আদেশে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি মেডিকেল অফিসারকে উপপরিচালক (আইসিটি, গবেষণা ও সমন্বয়) পদে, উপজেলা স্বাস্থ্য...