যুক্তরাজ্যের দক্ষিণের উপকূলীয় শহর পিসহ্যাভেনের একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে পিসহ্যাভেন শহরের মসজিদটিতে আগুন লাগার খবর পেয়ে দমকল কর্মীরা সেখানে যান। আগুনে ভবনটির সামনের প্রবেশদ্বার এবং বাইরে পার্ক করা একটি গাড়ির ক্ষতি হলেও, কেউ হতাহত হননি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, রোববার ভোরে ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যের দক্ষিণের উপকূলীয় শহর পিসহ্যাভেনের একটি মসজিদে আগুন লাগার ঘটনাটিকে তারা সন্দেহজনক অগ্নিসংযোগ এবং একটি ‘হিংসাত্বক অপরাধ’ হিসেবে তদন্ত করছে। সাসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বৃহস্পতিবার ম্যানচেস্টারে একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ব্রিটেনে উদ্বেগ বেড়েছে এবং মুসলিম বিদ্বেষও বৃদ্ধি পাচ্ছে। ব্রাইটন অ্যান্ড হোভ মুসলিম ফোরামের (স্থানীয় একটি অলাভজনক সংস্থা) প্রধান তারিক জানান, শনিবার রাতে মসজিদের ভেতরে কিছু মানুষ ছিলেন...