মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো সৌদি আরবের ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে গঠিত হতে যাচ্ছে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)। চেম্বারটির গ্র্যান্ড লঞ্চিং উপলক্ষে আগামী সোমবার (৬ অক্টোবর) ঢাকায় তিনদিনের জন্য বিজনেস সামিট আয়োজন করা হয়েছে। শেষ হবে আগামী বুধবার (৮ অক্টোবর)। আজ রোববার (৫ অক্টোবর) ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসএবিসিসিআইয়ের সভাপতি আশরাফুল হক চৌধুরী। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক নির্মাণে এই যৌথ উদ্যোগ সময়ের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে আশরাফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, কৃষিপণ্য, আইটি, ডিজিটাল ফাইন্যান্স ও পাটজাত পণ্যে সৌদি বাজার বিশাল সম্ভাবনা তৈরি করছে। বাংলাদেশ এখন সৌদি আরবে দক্ষ জনশক্তি পাঠানোর পাশাপাশি বিভিন্ন সেক্টরে যৌথ বিনিয়োগে আগ্রহী। বিশেষত পেট্রোকেমিক্যাল, ইস্পাত, কৃষিশিল্প, গ্রিন টেকনোলজি, সাইবার সিকিউরিটি...