নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, মশিউর সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার লেনদেন ও ডিপি ইতিমধ্যেই স্থগিত রয়েছে। তাই গ্রাহকগণকে তাদের বিও একাউন্টে থাকা শেয়ার অন্য ট্রেকহোল্ডার কোম্পানিতে স্থানান্তরের জন্য সিডিবিএল ফরম-১৬ পূরণ করে আবেদন করতে হবে। যদি কোনো পাওনা অর্থ বা শেয়ার থাকে, তা ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে ডিএসইর ওয়েবসাইটের অভিযোগ ফরম থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে। ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র (যেমন—পোর্টফোলিও) সংযুক্ত করে আবেদন জমা দিতে হবে। (www.dse.com.bd/complaintCell_TREC_d.php) আবেদন জমা দেওয়ার ঠিকানা: চীফ রেগুলেটরি অফিসারঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি,...