উজানের ঢল ও টানা ভারী বর্ষণে কুড়িগ্রামের নদনদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভারতের অভ্যন্তর থেকে কালজানি নদী হয়ে দুধকুমার নদীতে ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি। স্থানীয়দের ধারণা, ভারী স্রোতে বনাঞ্চল থেকে এসব গাছ উপড়ে বা ভেসে এসেছে। রোববার (৫ অক্টোবর) বিকাল থেকে বাংলাদেশের অভ্যন্তরে দুধকুমার নদীর তীরবর্তী এলাকায় বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ভেসে আসতে দেখা যায়। স্থানীয়রা নৌকা ও দড়ির সাহায্যে এসব গাছ নদী থেকে টেনে তীরে তুলছেন। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা ও শালঝোড় এলাকায় দুধকুমার নদীর পাড়ে এখন ভেসে আসা গাছ সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন নদীতীরবর্তী মানুষরা। স্থানীয়দের অনেকে জানান, ভেসে আসা অধিকাংশ গাছ কেটে রাখা অবস্থায় ছিল। আবার কিছু গাছ শেকড়সহ উপড়ে এসেছে। ধারণা করা হচ্ছে, তীব্র স্রোতে বনাঞ্চল...