কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাটসহ তিস্তার বাম তীরবর্তী জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। রোববার বিকাল ৩টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৪ মিটার, যা বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে ছিল। কিন্তু সন্ধ্যা ৬টার মধ্যেই তা বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপরে উঠে যায় বলে জানিয়েছেন ডালিয়া পয়েন্টের পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম। তিনি বলেন, সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত অন্তত ১২ ঘণ্টা তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে থাকতে পারে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত...