রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষক দলের সদস্য সচিব আশরাফ মল্লিকের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার একটি জমি দখলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটি রোববার দুপুরে রাজশাহী সিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছে। তবে কৃষক দল নেতা আশরাফ মল্লিক জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। ভুক্তভোগী নারীর নাম ফাতেমা জোহুরা। তার বাড়ি গোদাগাড়ীর বিদিরপুর গ্রামে। তিনি গোদাগাড়ীর পশুণ্ডা মৌজার ১ দশমিক ৪৪৭৫ একর ধানী জমির মালিক। এর মধ্যে দশমিক ৬২ শতক ক্রয়সূত্রে এবং বাকি জমি তিনি স্বামী আবুল হোসেনের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তার স্বামী ১৯৮৮ সালে মারা যান। এতদিন ধরে তিনি জমি ভোগদখল করে আসছিলেন। জমির খাজনা-খারিজও আছে ফাতেমার নামে। তবে সম্প্রতি জমিগুলো দখল হয়ে গেছে। সংবাদ সম্মেলনে ফাতেমা জোহুরা বলেন, স্বামীর মৃত্যুর পরই রওশন আরা বেগম,...