তৈরি পোশাকের রপ্তানি কমেছে। যে কারণে দেশের সামগ্রিক রপ্তানিও কমে গেছে। সবশেষ গত সেপ্টেম্বরে আগের বছর সেপ্টেম্বরের তুলনায় রপ্তানি আয় ৪ দশমিক ৬১ শতাংশ কমেছে বলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে উঠে এসেছে। ইপিবির সর্বেশেষ হালনাগাদ তথ্য মতে, এ বছরের গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশের তৈরি পণ্য বিশ্ববাজারে রপ্তানি করে আয় হয়েছে ৩৬২ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (১২১.৮১ টাকা ধরে) ৪৪ হাজার ১৮৭ কোটি ৫৫ লাখ ১৯ হাজার ৮০০ টাকা। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রপ্তানি আয় হয়েছিল ৩৮০ কোটি ২৮ লাখ ৭০ হাজার ডলার। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় ১৭ কোটি ৫২ লাখ ৯০ হাজার ডলার রপ্তানি আয় কমেছে। যা শতাংশের হিসেবে ৪ দশমিক ৬১ শতাংশ কম। একক মাস হিসেবে রপ্তানি...