বিশ্ব শিক্ষক দিবস আজ। জ্ঞান ও মূল্যবোধের আলো ছড়ানো মানুষ গড়ার কারিগরদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর দিন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন, যিনি তার বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষকতা পেশায়— শ্রেণিকক্ষে। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যিনি রাজনীতির উত্তাল সমুদ্রে থেকেও নিজ এলাকার মানুষের কাছে আজও তাদের প্রিয় ‘স্যার’ হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭২ সালে বিসিএস (শিক্ষা) ক্যাডারের মাধ্যমে শিক্ষকতা পেশায় যোগ দেন। ঢাকা কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, সবশেষে ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে পাঠদান করেছেন তিনি। শিক্ষক হিসেবে তার সুনাম ছিল কিংবদন্তিতূল্য। তিনি কেবল পাঠ্যবইয়ের নীরস তত্ত্বেই ছাত্রদের সীমাবদ্ধ রাখেননি, ছড়িয়ে দিয়েছেন দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধের আলো। তবে শিক্ষকতার আগে...