বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে তার দল। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলো সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সালাহ উদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় মোটামুটি একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে একটি সুপারিশ পাঠানোর কথা বলা হয়েছে। সেই বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি। তিনি জানান, গণভোটের যে প্রশ্নটা এসেছে এটি মূলত বিগত সভার প্রস্তাবের মধ্যে আমরা একটি ইঙ্গিত দিয়েছিলাম। যাতে জুলাই জাতীয় সনদ গ্রহণের বিষয়ে জনগণের সম্মতি আছে কিনা সে বিষয়টি পরিষ্কার হয়। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের...