অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলার কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শিরোনামে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। রোববার দুপুরে জেলা শহরে এক পদযাত্রার মধ্য দিয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন কমিটির সদস্যরা। পদযাত্রায় তিস্তাপাড়ের লোকজন অংশ নেন। এ সময় তারা অবিলম্বে দেশীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। এছাড়া তিস্তাপাড়ের পাঁচটি জেলার হুমকির মুখে থাকা জীববৈচিত্র্য রক্ষা এবং দুই কোটি মানুষের...