চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহের সময় এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়া এবং চিত্র সাংবাদিক পারভেজের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেনীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসন, জজকোর্ট ও আদালতের সামনে প্রতিবাদ কর্মসূচিতে দাঁড়ান জেলার টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা। জেলার প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূইঁয়ার সভাপতিত্বে এবং এখন টিভির ফেনীর রিপোর্টার সোলায়মান ডালিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক এনএন জীবন, আতিয়ার সজল, আরিফুর রহমান, শেখ আবদুল...