প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মাদারীপুরের মানুষের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি-কালচার, ব্যবসা, বানিজ্য, যোগাযোগ, রাজনৈতিক ও সামাজিক প্রায় সকল কিছুই ঢাকার সাথে আত্মীকভাবে সম্পর্কিত। আমাদের ঢাকা বিভাগ স্বাধীনতার পর থেকেই ছিলো, আছে এবং থাকবে, আমরা এ বিভাগ ছেড়ে অন্য বিভাগে কোনো মতেই যেতে চাই না এবং যাবো না, প্রয়োজনে আমরা এজন্য বৃহৎ শান্তিপূর্ণ কর্মসূচি দেব, রক্ত দেব, জীবন দেব কিন্তু কোনো অবস্থাতেই ঢাকা বিভাগ ছাড়ব না। আমরা আজ মাদারীপুর জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে সরকারের কাছে এতদসংক্রান্ত স্মারকলিপি প্রদান করছি, যাতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের মাদারীপুরবাসীর আবেদন ও মনের কথা বুঝতে পারেন, আমাদের মূল্যায়ন করে মাদারীপুর জেলাকে ঢাকা বিভাগেই রাখেন। আর তা হলে আমরা মাদারীপুরবাসি ওই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশনসহ আরো বড়-বড় ধরণের কর্মসূচি দিতে বাধ্য হব। এ সময় জেলা...