চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারে ছিন্নমূল ও পার্শ্ববর্তী আলীনগরে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এবং উভয়পক্ষ মিলিয়ে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও কালু নামে স্থানীয়দের পরিচিত বলে জানা গেছে। সংঘর্ষে কুপিয়ে ও গুলিবিদ্ধ হওয়ার ক্ষত নিয়ে আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভর্তি হয়েছেন। আহতরা হলেন, জাবেদ (৩৮), মো. জাকির (৪৮), মো. তানভীর হোসেন (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম (৩২), ইসমাইল হোসেন বাবু (৩০), জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭), মো. পারভেজ (২০), মো. নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), মো. রায়হান (১৮), মো. শামীম (২৯), মোহাম্মদ হারুন (৪৫), মাসুদ (৩৫) ও এমদাদুল হক (৪৭)। জানা যায়, দীর্ঘদিন ধরেই এই এলাকায় সরকারি পাহাড়-টিলা দখল করে কেটে প্লট...