রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে একাধিক প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার ৫ অক্টোবর ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের আলোচনার শুরুতে এসব কথা বলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। জুলাই জাতীয় সনদ তৈরি হচ্ছে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি দলগুলোর। রোববার দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শেষ করার কথা রয়েছে। তবে শেষ করতে না পারলে আর এক দিন আলোচনা হতে পারে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদকে পূর্ণাঙ্গ রূপ দিতে চায় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে অধ্যাপক আলী রীয়াজ বলেন, নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক ব্যস্ততা আছে। নির্বাচনি প্রস্তুতি আছে। আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন,...