ইসলামী ব্যাংক এস আলমের কব্জায় যাওয়ার পর ‘বিজ্ঞপ্তি ছাড়া’ যারা চাকরি পেয়েছেন, তাদের ‘অবৈধ’ নিয়োগ বাতিলের দাবিতে পাল্টা মানববন্ধন হয়েছে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। রোববার,(০৫ অক্টোবর ২০২৫) বেলা ১০টার দিকে দুটি ভিন্ন ভিন্ন ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে ‘সচেতন ব্যাংকার সমাজ’ এবং ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’, ‘ইসলামী ব্যাংক সিবিএ’, ‘সচেতন পেশাজীবী গ্রুপ’, । মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মানববন্ধনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’ এর পক্ষে ব্যবাসায়ী শাহীন আহমেদ বলেন, “এস আলম গ্রুপ ও তাদের দোসররা ইসলামী ব্যাংকের দখল নিয়ে বাজে দৃষ্টান্ত স্থাপন করেছিল। ছাত্র-জনতা দুর্বার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে। ইসলামী ব্যাংকেও তাদের চিহ্ন রাখা হবে না।’’ তিনি বলেন, ‘‘এস আলম নিজ বাড়ি ও হাটে বাজারে বক্স বসিয়ে কোনো প্রকার নিয়ম নীতি না মেনে অবৈধভাবে চাকরি দিয়েছে।...