হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকাল ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার জনতার বাজার সংলগ্ন দেওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আজমত আলী (৩৫)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর গ্রামের সাজিদ আলীর পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আজমত আলী খালি পিকআপ নিয়ে শ্রমিকসহ সবজি কিনতে যাচ্ছিলেন। দেওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই একটি ট্রাক পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আজমত আলীর মৃত্যু হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় পিকআপে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। এ বিষয়ে নবীগঞ্জ থানার (ওসি) বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।...