বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, জুলাই জাতীয় সনদ ঘোষিত না হলে এবং এর যদি আইনি ভিত্তি না থাকে, তাহলে বর্তমান সরকারের ৪২৪ দিনের রাষ্ট্র পরিচালনা অবৈধ হয়ে যাবে।রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ৫ দফা বাস্তবায়ন না হলে বাংলাদেশে আবার স্বৈরাচারের পুনরুত্থান হবে, স্বৈরাচারী ব্যবস্থার দিকে ফিরে যাবে।তিনি বলেন, ১০০ পারসেন্ট ভোটের পার্লামেন্ট হতে হবে। ৪০ পারসেন্ট ভোটাররা রাষ্ট্র চালাবেন এটাকে পিউর ডেমোক্রেসি বলতে পারছি না। এর জন্যে আগামীতে পিআর সিস্টেমে নির্বাচন চাচ্ছি। এই নির্বাচন হলে কালো টাকার ব্যবহার, কালোবাজারি, মাস্তানি, কেন্দ্র দখল আর ভোট...