বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) সারা দেশে জাতীয়ভাবে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৫’ পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) উদ্যোগে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদে ৯ম গ্রেড বাস্তবায়নের চলমান পাঁচ দফা দাবির সর্বশেষ অবস্থা নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহবায়ক ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদের সঞ্চালনায় শিক্ষক নেতা ও অংশীজনেরা বক্তব্য দেন। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেসা বলেন, আঞ্চলিক উপপরিচালকদের...