কক্সবাজারের টেকনাফে চার বছরের শিশু নুসরাত আফ্সি মনির নিখোঁজের ২৪ ঘণ্টা পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে । রবিবার (৫ অক্টোবর) পার্শ্ববর্তী পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। গতকাল শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় নিখোঁজ হয় শিশুটি। নিহত শিশুটি টেকনাফের হ্নীলা হোয়াকিয়া গ্রামের ইন্জিনিয়ার মামুনুর রশিদ বাঁধনের কন্যা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পূর্ব পান খালীর নিজ বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে তাকে দেখতে না পায়ে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকে। কোথাও না পেয়ে পার্শ্ববর্তী দিলদার আহমদ মেম্বারের একটি পুকুর ছিল। ওই পুকুরেও ১০-১২ টি জাল দিয়ে স্থানীয় বাসিন্দারা খুঁজতে থাকেন। কিন্তু কোনও হদিস মেলেনি। অবশেষে ২৪ ঘণ্টার পর ওই পুকুরে রবিবার দুপুরে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন। কানের...