মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এমন একাধিক কাজে সহায়তা করতে উন্নত প্রযুক্তির রোবট আবিষ্কার করে সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার তরুণ জাহিদ হাসান জিহাদ। ইতোমধ্যে তার উদ্ভাবিত হেক্সাগার্ড রোভার’ নামের রোবটটি মালয়েশিয়ায় আয়োজিত এক প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করে। জিহাদ বলেন, গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার সেগাই (ঝঊএর) বিশ্ববিদ্যালয়ে ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (ইয়াশা-ওণঝঅ) আয়োজিত বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে বিশ্বের ১৭টি দেশের দুই শতাধিক প্রতিযোগী প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে জিহাদের ‘চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব’। পাঁচটি বিভাগের মধ্যে ‘আইটি অ্যান্ড রোবটিক্স’ বিভাগে অংশ নিয়ে জিহাদের হেক্সাগার্ড রোভার’ সেরা পুরস্কার স্বর্ণপদক বিজয়ী হয়। তার উদ্ভাবিত ‘হেক্সাগার্ড রোভার’ নামের রোবটটি ছয়টি ভিন্ন ভিন্ন বিষয়ে মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এমন কাজে অংশ নিতে পারে। এর মধ্যে বোমা শনাক্ত, নিষ্ক্রিয়করণ ও সামরিক...