রোববার সকালে লোহারপুল এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাম্যান মো. পারভেজ। বর্তমানে হোসাইন জিয়াদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এর আগের দিন, শনিবার ভোরে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় ইয়াছিন ও রোকন–গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে রোকন বাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। এ ঘটনার খবর সংগ্রহ করতে গিয়েই সাংবাদিকরা হামলার শিকার হন। সংবাদকর্মী ফয়সাল করিম জানান, “জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হঠাৎ ৫০–৬০ জন লোক আমাদের ওপর হামলা করে। তারা দেশীয় অস্ত্র ও গাছের লাঠি দিয়ে আঘাত করে এবং আমাদের বহনকারী অটোরিকশায়ও হামলা চালায়।” তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল...