০৫ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম শ্রীলঙ্কা ক্রিকেট দলের ব্যাটিং কোচ হলেন মাস দুয়েক আগে বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করা জুলিয়ান উড। ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের আগে গত আগস্টে পাওয়ার হিটিং কোচ হিসেবে বাংলাদেশের দলের সাথে কাজ করেন উড। তিন সপ্তাহ লিটন দাস-তানজিদ হাসান-জাকের আলিদের পাওয়ার হিটিং শিখিয়েছেন তিনি। সেই উডকে দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। উডের সাথে এক বছরের চুক্তি করেছে এসএলসি। পহেলা অক্টোবর থেকে এসএলসির সাথে চুক্তির মেয়াদ শুরু হয়েছে উডের। থিলিনা কান্দাম্বের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বর থেকে দলের সাথে কাজ করেছেন কান্দাম্বে। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কায় একটি বিশেষ ক্যাম্প করেছিলেন উড। সেই ক্যাম্পে এসএলসির নজর কেড়েছেন তিনি। এক বিবৃতিতে এসএলসি জানায়,...