০৫ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম মুন্সীগঞ্জের লৌহজংয়ে ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শক অ্যাসোসিয়েশন লৌহজং উপজেলা শাখা। রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি বিপ্লব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুধাংশু বিশ্বাসের সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচিতে সাজেদা বেগম, সুকান্ত সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এ কর্মসূচিতে উপজেলার স্বাস্থ্য সহকারী, সহকারী পরিদর্শক ও পরিদর্শক মিলে ৩২ জন অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার মূল ভরসা হলেন স্বাস্থ্য সহকারীরা। তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলে মা ও শিশুদের শতভাগ টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হচ্ছে। এর ধারাবাহিকতায় শিশু ও...