বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে এত এত অভিযোগ, এত প্রার্থীর সরে দাঁড়ানো, নির্বাচন স্রেফ আনুষ্ঠানিকতায় রূপ নেওয়া, সব মিলিয়ে আদৌ কি এটা আদর্শ নির্বাচন হচ্ছে? এমন প্রশ্ন করা হয়েছিল বিদায়ী কমিটির সভাপতি ও পরিচালক প্রার্থী আমিনুল ইসলাম বুলবুলের কাছে। তিনি উত্তরে বলেন, “আইডিয়াল ভোট হচ্ছে কিনা, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই এবং এটা আমার জন্য প্রথম। হয়তো ভাবছি, এটাই হয়তো নরমাল।” দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বুলবুলের কাছে প্রশ্ন ছুটে যায়, কেমন নির্বাচন তিনি চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত নির্বাচন কেমন হচ্ছে। এখানেও তিনি সরাসরি কিছু বললেন না। 'ওই যে বললাম প্রথম… সবকিছুই প্রথম তো। আমি নিজেও শিখছি প্রত্যেকটা দিন। আমি একটা জিনিস শিখেছি যে, প্রত্যেকটা ঘণ্টা বদলে যায়। মানে এক ঘণ্টা পর পর...