রবিবার (৫ অক্টোবর) বোয়ালমারী থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত বিশু শেখ। এর আগে শনিবার(৪ অক্টোবর) এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক একটার দিকে বিশু শেখ তার ভগ্নিপতি মোঃ নান্নু মাতুব্বরের (৫০) বাড়ি, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ইয়াবুলদি গ্রাম থেকে অটোভ্যানে ময়েনদিয়া বাজারে আসেন। সেখানে চা পান শেষে ভগ্নিপতি নান্নু মাতুব্বর তার লুঙ্গির কোচড়ে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা বিশুর হাতে তুলে দেন। টাকা তিনি নিজের প্যান্টের ডান পকেটে রেখে ভ্যানে চড়ে পরমেশ্বরদীর উদ্দেশ্যে রওনা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, পরমেশ্বরদী ফকিরপাড়া বাঁশবাগান এলাকায় পৌঁছালে পেছন থেকে তিনটি মোটরসাইকেলে ৭-৮ জন মুখোশধারী দুর্বৃত্ত এসে তাদের গতিরোধ করে। এ সময় স্থানীয় চারজন, শিপন (২৪), হৃদয় (২৫), রাজিব (২২) ও ইমদাদুলসহ(২৩) অজ্ঞাতনামা আসামিরা দেশীয়...